প্রত্যেকটা পোষ্ট পড়ুন ধীরে ধীরে আর পড়া শেষে কমেন্স করুন

তোমার দেশের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দিয়ে তোমার প্রবাসী বন্ধুকে একখানা পত্র লিখ ।


তোমার দেশের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দিয়ে তোমার প্রবাসী বন্ধুকে একখানা পত্র লিখ
আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা নিও আশা করি ভালো আছো আমিও ভালো আছি গতকাল তোমার চিঠি পেয়েছি চমৎকার সুন্দর বাংলা লিখেছো তুমি আমাদের দেশ এবং ভাষাকে তুমি ভালোবাস একথা জেনে গর্বে আমার বুক ফুলে ওঠেছে পত্রে তুমি আমাদের বাংরাদেশের পরিচয় বণর্না জানতে চেয়েছো, তাই আমি সে সম্পর্কে সংক্ষেপে লিখছি
বাংলাদেশ একটি অনুপম সুন্দর দেশ এটি এমিয়া মহাদেশের দক্ষিণাঞ্চলে অবস্হিত এর তিনদিকে ভারত, আরেক দিকে মায়ানমার বঙ্গোপসা্গর 1971 সালে আমরা নয় মাস যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছি 1952 সালে এদেশের মানুষ মাতৃভাষার জন্য প্রাণ দিয়ে প্রমাণ করেছে, দেশের মাটির মতো দেশের ভাষাও বুকের রক্ত দিয়ে রক্ষা করতে হয়
নদীমাতৃক এদেশের প্রধান উপজীবিকা কৃষি শিল্পে আমরা অনুন্নত এদেশে দু-মাস অন্তর অন্তর ঋতু বদল হয় ঋতুর সাথে সাথে এদেশের প্রকৃতিও তার রূপ আর রং বদলায় পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার আমাদের বাংলাদেশেই সুন্দরবনে রয়েছে পৃথিবী বিখ্যাত রয়েল বেঙ্গল টাইগার আজ আর নয় তোমার শরীরের প্রতি যত্ন নিও
তোমার প্রিয় বন্ধু
  তারেক
প্রেরক,
তারেক
33/2 যাত্রাবাড়ি,
ঢাকা, বাংলাদেশ
প্রাপক,
হাসান
পার্ক সার্কাস রোড,
নিউ ইয়র্ক, আমেরিকা
পোষ্ট কোড …………

Featured Post

 Avenue Educare = Grammar Lecture Lecture by Jamil Akkas Sir = Lecture Jamil Akkas Sir = All Ezam Question