তোমার দেশের প্রাকৃতিক
সৌন্দর্যের বর্ণনা
দিয়ে তোমার প্রবাসী
বন্ধুকে একখানা পত্র লিখ ।
আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা নিও । আশা করি ভালো আছো । আমিও ভালো আছি । গতকাল তোমার চিঠি পেয়েছি । চমৎকার সুন্দর বাংলা লিখেছো তুমি । আমাদের দেশ এবং ভাষাকে তুমি ভালোবাস একথা জেনে গর্বে আমার বুক ফুলে ওঠেছে । পত্রে তুমি আমাদের বাংরাদেশের পরিচয় ও বণর্না জানতে চেয়েছো, তাই আমি সে সম্পর্কে সংক্ষেপে লিখছি ।
বাংলাদেশ একটি অনুপম সুন্দর দেশ । এটি এমিয়া মহাদেশের দক্ষিণাঞ্চলে অবস্হিত । এর তিনদিকে ভারত, আরেক দিকে মায়ানমার ও বঙ্গোপসা্গর । 1971 সালে আমরা নয় মাস যুদ্ধ করে স্বাধীনতা অর্জন
করেছি । 1952 সালে এদেশের মানুষ মাতৃভাষার জন্য প্রাণ দিয়ে প্রমাণ করেছে, দেশের মাটির মতো দেশের ভাষাও বুকের রক্ত দিয়ে রক্ষা করতে হয় ।
নদীমাতৃক এদেশের প্রধান উপজীবিকা কৃষি । শিল্পে আমরা অনুন্নত । এদেশে দু-মাস অন্তর অন্তর ঋতু বদল হয় । ঋতুর সাথে সাথে এদেশের প্রকৃতিও তার রূপ আর রং বদলায় । পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার আমাদের বাংলাদেশেই । সুন্দরবনে রয়েছে পৃথিবী বিখ্যাত রয়েল বেঙ্গল টাইগার । আজ আর নয় । তোমার শরীরের প্রতি যত্ন নিও ।
তোমার প্রিয় বন্ধু
তারেক
প্রেরক,
তারেক
33/2 যাত্রাবাড়ি,
ঢাকা, বাংলাদেশ ।
|
প্রাপক,
হাসান
পার্ক সার্কাস রোড,
নিউ ইয়র্ক,
আমেরিকা ।
পোষ্ট কোড …………
|