আমরা মোবাইলে অনেক গুরুত্বপূর্ণ ছবি ও অন্যান্য ডাটা সংরক্ষণ করে রাখার পর সবসময় দুঃচিন্তায় থাকি যদি মোবাইল হারিয়ে যায় অথবা চুরি হয়ে যায় তাহলে আমাদের ছবি বা ডাটা হারিয়ে যাবে ।
এই দুঃচিন্তা থেকে বাঁচার জন্য আমরা ফ্রি Cloud Storage ক্লাউড স্টোরেজ এর সহযোগিতা নিতে পারি । ফ্রি ক্লাউড স্টোরেজে একাউন্ট খোলে আমাদের প্রয়োজনীয় ছবি ভিডিও বা অন্যান্য ডকুমেন্ট যদি আপলোড করে রাখি, তখন মোবাইল যদি হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় তখন নতুন মোবাইল কিনার পরে ঐ ক্লাউড স্টোরেজে ঈমেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করার সাথে সাথেই আগের সকল ছবি বা ডকুমেন্ট আপনার মোবাইলে স্বয়ংক্রিয়ভাবে চলে আসবে । পাসওয়ার্ড ভুলে গেলেও সমস্যা নাই, শুধু ইমেইল আইডি মনে থাকলেই চলবে । একবার শুধু একাউন্ট খোলে প্লে স্টোর থেকে এপ্সটি নামিয়ে ইন্সটল করে নিন । ব্যস; কাজ শেষ ।
তাই আসুন এ ব্যাপারে বিস্তারিত জানার চেষ্টা করি ।
বর্তমানে প্রচলিত ক্লাউড স্টোরেজগুলোর মধ্য সবচেয়ে জনপ্রিয় এবং উপকারী কয়েকটি নিয়ে আজ আমরা আলোচনা করব ।
3) Onedrive Cloud Storage
Dated on 2024/09/17
Present Balance = 14.3GB
Referral by jamilakkas@gmail.com
Basic 2GB
Dropbox Referral Limit 16GB
Total 18GB
Each referral is 500MB